হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নতুন ভাড়া নির্ধারণের দাবিতে রাঙামাটি শহরে সিএনজিচালিত সকল অটোরিকশা বন্ধ রেখেছে চালকেরা। আজ শনিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এতে রাঙামাটি শহরে একমাত্র এ গণপরিবহনটি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে গুটিকয়েক অটোরিকশা চলাচলের সময় যাত্রী নামিয়ে দিতেও দেখা যায়। শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, চৌমুহনীতে অটোরিকশা আটকাচ্ছেন অটো রিকশাচালকেরা। 

অটোরিকশা মালিক সমিতির নেতারা বলছেন, সরকার তেলের দাম রাতের আঁধারে নির্ধারণ করে দিলেও ভাড়া নির্ধারণ করে দেয়নি। ফলে যাত্রীরা ভাড়া দিতে রাজি হচ্ছে না। এ নিয়ে যাত্রীরা বিভিন্ন এলাকায় অটোরিকশা চালককে মারধর করেছে। সেই সঙ্গে ভাড়া নির্ধারণ করা না হলে এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতারা। 

রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সভাপতি পরশ মজুমদার বলেন, ‘আমাদের দেড় হাজারের বেশি সিএনজি চলে। নামটি সিএনজি হলেও রাঙামাটিতে গ্যাস না থাকায় আমাদের সিএনজিগুলো অকটেন দিয়ে চলে। আমরা অনেক সহ্য করে আসছি। জেলা প্রশাসকের অনুরোধে এত দিন ভাড়া বাড়াইনি। কিন্তু এবার বাধ্য হচ্ছি। ভাড়া নির্ধারণে একটা সমাধান না হলে আমরা ধর্মঘট করে যাব।’

 এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সমস্যাটি যেহেতু জাতীয় সমস্যা তাই আমার পক্ষ থেকে কোনো কিছু করা সম্ভব নয়। কাল (রোববার) কেন্দ্রীয়ভাবে বৈঠক হবে তখন বিষয়টি নিয়ে একটা সমাধান আসবে।’ 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা