হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা লাশ পড়ে ছিল রাস্তায়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে মুখ স্কচটেপ, হাত-পা বাঁধা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানার পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল রহিম বাবুল (৫২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত মাছা মিয়ার ছেলে। নগরীতে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক সন্তানকে নিয়ে চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকায় থাকতেন। পুলিশ যে স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে সেখান থেকে নিহতের বাসার দূরত্ব ৫–৬ কিলোমিটার বলে জানা গেছে।

নিহতের ভাতিজা দুলাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাঁর চাচা তিন মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। এর আগে তিনি বেকার ছিলেন। তিনি বেশির ভাগ সময় রাতেই অটোরিকশা নিয়ে বের হতেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত ওনাকে চকবাজার এলাকাতে দেখা গিয়েছিল। এরপর ওনার আর খোঁজ পাওয়া যায়নি। আজ রোববার সকালে চাচার মরদেহ পাওয়ার খবর পান। ওনার অটোরিকশা আর মোবাইলটি পাওয়া যায়নি।

এই ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ঘটনায় খুলশী থানায় কোনো মামলা হয়নি।

খুলশী থানার উপপরিদর্শক সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’ নিহতের ব্যক্তির শরীরের তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত