হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা লাশ পড়ে ছিল রাস্তায়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে মুখ স্কচটেপ, হাত-পা বাঁধা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানার পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল রহিম বাবুল (৫২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত মাছা মিয়ার ছেলে। নগরীতে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক সন্তানকে নিয়ে চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকায় থাকতেন। পুলিশ যে স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে সেখান থেকে নিহতের বাসার দূরত্ব ৫–৬ কিলোমিটার বলে জানা গেছে।

নিহতের ভাতিজা দুলাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাঁর চাচা তিন মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। এর আগে তিনি বেকার ছিলেন। তিনি বেশির ভাগ সময় রাতেই অটোরিকশা নিয়ে বের হতেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত ওনাকে চকবাজার এলাকাতে দেখা গিয়েছিল। এরপর ওনার আর খোঁজ পাওয়া যায়নি। আজ রোববার সকালে চাচার মরদেহ পাওয়ার খবর পান। ওনার অটোরিকশা আর মোবাইলটি পাওয়া যায়নি।

এই ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ঘটনায় খুলশী থানায় কোনো মামলা হয়নি।

খুলশী থানার উপপরিদর্শক সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’ নিহতের ব্যক্তির শরীরের তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত