হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চবি প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের বিরুদ্ধে। এলোপাতাড়ি মারধরে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে। 

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম কফিল উদ্দিন সামি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। 

আহত শিক্ষার্থীরা সহপাঠীরা জানান, কফিল ক্লাস শেষে তাঁর বন্ধুর সঙ্গে অনুষদ থেকে বের হয়েছিলেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে আসলে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা কফিলের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রথমে তাঁকে চড় থাপ্পড় ও পরে রড ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাঁর মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে তাঁর বন্ধুরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

তাঁরা আরও জানান, কফিলের সঙ্গে একই বিভাগের এক বন্ধুর ঝামেলা চলছিল কয়েক দিন ধরে। ওই বন্ধু ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত। এর জেরেই সিক্সটি নাইন কর্মীরা কফিলের ওপর হামলা চালাতে পারে বলে ধারণা বন্ধুদের। 

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আইরিন পারভীন বলেন, ‘মারধরে আহত এক শিক্ষার্থীকে আমাদের এখানে আনা হয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আমরা তাঁর রক্ত বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’ 

কফিলের বাবা আবুল কাশেম সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিরীহ ছেলেকে সিক্সটি নাইনের একাংশ মারধর করেছে। কোন অপরাধে তাঁরা মারধর করল? তাঁর অবস্থা ভালো না। সন্ধ্যায় আবার রক্ত বের হওয়া শুরু হয়েছে। তাঁর মাথায় সেলাই করতে হয়েছে। আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। মামলা করারও চিন্তা ভাবনা করছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। অভিযোগ আসলে আমরা অবশ্যই খতিয়ে দেখব।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত