হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চবি প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের বিরুদ্ধে। এলোপাতাড়ি মারধরে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে। 

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম কফিল উদ্দিন সামি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। 

আহত শিক্ষার্থীরা সহপাঠীরা জানান, কফিল ক্লাস শেষে তাঁর বন্ধুর সঙ্গে অনুষদ থেকে বের হয়েছিলেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে আসলে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা কফিলের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রথমে তাঁকে চড় থাপ্পড় ও পরে রড ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাঁর মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে তাঁর বন্ধুরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

তাঁরা আরও জানান, কফিলের সঙ্গে একই বিভাগের এক বন্ধুর ঝামেলা চলছিল কয়েক দিন ধরে। ওই বন্ধু ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত। এর জেরেই সিক্সটি নাইন কর্মীরা কফিলের ওপর হামলা চালাতে পারে বলে ধারণা বন্ধুদের। 

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আইরিন পারভীন বলেন, ‘মারধরে আহত এক শিক্ষার্থীকে আমাদের এখানে আনা হয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আমরা তাঁর রক্ত বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’ 

কফিলের বাবা আবুল কাশেম সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিরীহ ছেলেকে সিক্সটি নাইনের একাংশ মারধর করেছে। কোন অপরাধে তাঁরা মারধর করল? তাঁর অবস্থা ভালো না। সন্ধ্যায় আবার রক্ত বের হওয়া শুরু হয়েছে। তাঁর মাথায় সেলাই করতে হয়েছে। আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। মামলা করারও চিন্তা ভাবনা করছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। অভিযোগ আসলে আমরা অবশ্যই খতিয়ে দেখব।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২