হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর গ্রামের বাড়িতে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।

পিন্টুর পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৭০-৮০টি মোটরসাইকেলে চড়ে লোকজন তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। প্রতিটি মোটরসাইকেলে দুই-তিনজন করে লোক ছিল। কিছু বুঝে ওঠার আগে তারা বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে।

পিন্টুর স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী বলেন, হামলাকারীরা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় প্রতিটি কক্ষে হামলা-ভাঙচুর করেছে। তারা মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে। বাড়ির সামনে রাখা তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ সময় তাঁদের বাড়ির ভাড়াটেদের ঘরেও হামলা চালানো হয়। তবে হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হামলাকারীরা গ্লাস ভাঙচুর করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত