হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসের শিবপুর-লালপুর সড়কে ধস, জনদুর্ভোগ চরমে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে ধসে গেছে। আজ বুধবার সকালে সড়কটি ধসে যায়। এ দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহআলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ বুধবার সকালে সড়ক ধসের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, সড়কের উত্তর পাশে রয়েছে মাছের প্রজেক্ট, দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের আশপাশে একটি কালভার্ট ছিল উক্ত কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের প্রজেক্টের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাছের প্রজেক্ট মালিক শাহ আলম সরকার বলেন, ‘যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে এখানে একটি কালভার্ট ছিল, এই কালভার্টটি বন্ধ করে দিয়েছে সড়কের পাশের বাড়ির শান্তি ভাই। ফলে সড়ক ধসে পড়েছে এতে করে আমার অনেক ক্ষতি হয়েছে, প্রজেক্টের সব মাছ চলে গেছে।’

এ বিষয়ে শাহআলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করিনি। যার মাছের প্রজেক্ট তারাই কালভার্ট বন্ধ করেছে।’

মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৎস্য প্রজেক্ট মালিককে বলে এসেছি সড়ক মেরামত করে কালভার্টের মুখ দেওয়ার জন্য।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করা হবে। মৎস্য প্রজেক্ট মালিককে নোটিশ করেছি যাতে করে মাছ চাষ আইন মানতে বলেছি।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে