হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা তরুণের মরদেহ উদ্ধার 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে হাত-পা মুখ বাঁধা বলরাম মজুমদার (১৬) নামক এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তরুণটির পরিচয় নিশ্চিত করতে না পারলেও ফেসবুকে যুবকের মরদেহের ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা তাকে শনাক্ত করে। পেশার অটোচালক যুবকটির নাম বলরাম মজুমদার। সে চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লনী গোপাল মজুমদার ও ঝর্ণা রানী মজুমদারের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে মুসলিম পাড়া সমাজের এক নারী বাড়ির পার্শ্ববর্তী ধান খেতে মুখে স্কচটেপ পৌঁছানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়দের ধারণা রোববার রাতের কোন একসময় দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে গেছে। নিহতের মরদেহের পাশ থেকে একটি মাস্ক,১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি দেশলাই পাওয়া গেছে। 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির