হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হলেও পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের নাজমুল হাসান (২০) এবং একই গ্রামের রাকিব হোসেন (২০)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, আটক দুজনকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে একদল পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় নাজমুল হাসান ও রাকিব হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে নবরত্ন তেলের প্যাকেটের ভেতরে স্কচটেপে মোড়ানো অস্ত্রটি জব্দ করা হয়। এ সময় দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান যে, জব্দ বিদেশি পিস্তলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকার মো. রাহাত নামের এক যুবকের। আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা করেছে। এ ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে