হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ৮ বছর পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রায় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁ (৪২) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকির খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তরপাড়া এলাকার আমানত খাঁর ছেলে। 

থানার পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার চানপুর উত্তরপাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রায় আট বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে