হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১৫ মার্চ নগর ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে আগামী ১৫ মার্চ ‘নগর ভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী সমাবেশ ও ৪১ ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কর্মসূচিও রয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কদমতলীর গণসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে কদমতলী আবুল খায়ের মেম্বার চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি মো. নুরুল আবছার। 

সভাপতি তাঁর বক্তব্যে হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে চলমান সংগ্রাম কমিটিতে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এই সমাবেশ থেকে সুরক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং ১৫ মার্চের নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। 

সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, ‘একজন মেয়র সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করার ক্ষমতা রাখেন। কিন্তু মেয়র কীভাবে ৪ / ৫ লাখ টাকা ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য নয়।’ 

এতে আরও বক্তব্য রাখেন—ইসমাইল উদ্দিন মনু, মীর মোহাম্মদ ইসলাম, কাজী শহীদুল হক স্বপন, মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, সজ্জাদ হোসেন, হারুন উর রশীদ, মো. মফিজ, মো. হাসান, মো. নসু, জেকি ও মুন্নাসহ প্রমুখ। 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২