হোম > সারা দেশ > বান্দরবান

মন থেকে শয়তান দূর করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমাদের দেশে এত পর্দা, এত কিছুর পরেও দেশে কি ধর্ষণের মামলার অভাব আছে! এটি কি কমেছে! মনকে পবিত্র করতে না পারলে কোনো কিছুই হবে না। মন থেকে শয়তানকে দূর করতে হবে। তাহলেই সুস্থ মানসিকতা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সৃষ্টিকর্তার কাছে প্রিয় মানুষ হতে পারবেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিজয়া সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সকলকে অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, পাপের আস্তানা এখনো মানুষ, সমাজের মধ্যে রয়ে গেছে। দেবী দুর্গার আগমন ঘটেছিল খারাপের বিনাশ ও ভালোকে ধরে রাখার জন্য। আমরা সেটা করছি না। তিনি এই শিক্ষায় দিয়ে গেছেন যে তোমরা মানুষের কল্যাণ কর, খারাপকে বর্জন ও ভালোকে গ্রহণ কর। আসুন আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনায় নিজের বিবেক, নিজের হৃদয়কে পবিত্র ও সমৃদ্ধ করে তুলি। 

চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিন আগে থেকে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যত, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব তার চেয়ে কোনো অংশে কম না। কেন সার্কিট বেঞ্চ হল না, কেন সার্কিট বেঞ্চ হওয়া প্রয়োজন আমি আমার পূর্বসূরিদের কাছ থেকে জেনে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
 
তিনি বলেন, আমার পূর্বে অনেকেই চিফ জাস্টিস হয়েছেন। তারা চট্টগ্রামে এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলব। তারপর আমি আমার সিদ্ধান্ত জানাব। 

এর আগে বিচারক সংকট ও মামলা জটের কথা তুলে ধরে চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা বলেন, চট্টগ্রাম আদালতে ৪৪ হাজারের বেশি মামলা নিয়ে ১৫ জন মহানগর দায়রা জজ মামলা চালাচ্ছেন। ৬ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫৪ হাজারের বেশি মামলা চালাচ্ছেন। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান। তার ভিত্তিতেই প্রধান বিচারপতি এসব কথা বলেন।  

পরিষদের সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী প্রমুখ।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু