হোম > সারা দেশ > নোয়াখালী

নিঝুম দ্বীপে পাওয়া হরিণশাবকটি বন বিভাগে হস্তান্তর

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: 

শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে কৃষক বাবুল মেকারের (৫৫) বাড়িতে ঢুকে যায় একটি হরিণশাবক। উঠানে পায়চারি করতে দেখে শাবকটি ধরে বাজারে নিয়ে যান বাবুল। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। গতকাল বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ বন বিভাগের লোকজনের কাছে হরিণের সেই শাবকটি হস্তান্তর করা হয়েছে। 

নিঝুম দ্বীপের ৪ নম্বর ওয়ার্ডের বাতায়ন কিল্লা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসবাস করা বাবুল বলেন, ‘আমাদের বাড়ির পাশে বিশাল খালি মাঠে প্রতি রাতে ভিড় করে হরিণের দল। বনের খুব কাছে হওয়ায় খাবারের খোঁজে আসে এসব হরিণ।’ 

জানা যায়, গতকাল রাতে হরিণের একটি দল এসে মাঠে দাঁড়ালে শিয়াল এসে তাদের ওপর আক্রমণ করে। এ সময় হরিণের দল প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি হরিণশাবক বাবুল মেকারের ঘরের পাশে এসে লুকিয়ে পড়ে। পরে ঘরের নারীরা দেখেন বাচ্চাটির পেছনের একটি পা ভেঙে গেছে। রাতে সেই বাচ্চাটি নিয়ে নামার বাজারে যান বাবুল মেকার। 

বাজারের ব্যবসায়ী মামুনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে শাবকটি নিয়ে যান। মুহূর্তের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন হোটেলে থাকা পর্যটক ও স্থানীয় অনেক লোকজন এসে মামুনের দোকানে ভিড় করেন। অনেকে কোলে নিয়ে ছবিও তোলেন। 

নিঝুম দ্বীপ বন বিভাগের বিট কর্মকর্তা মাসুদ রায়হান বলেন, উদ্ধার হওয়া শাবকটির একটি পা ভেঙে গেছে। প্রথমে শাবকটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একেবারে সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা