হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়ির সেই হিসাবরক্ষণ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলায় উপস্থিত হয়ে নোয়াখালী জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ইকবাল মোর্শেদ এই তদন্ত কার্যক্রম শুরু করেন। 

এর আগে গত ১৭ মে ‘টাকা ছাড়া ফাইল নড়ে না’-শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের একদিন পর ১৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে নোয়াখালী ইকবাল মোর্শেদকে তদন্তভার দেওয়া হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের কার্যালয় চট্টগ্রাম বিভাগের হিসাব শাখার অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসার ডিসিএ নাছরিন আক্তার চট্টগ্রাম কার্যালয়ের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। আগামী ২৪ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় তদন্ত কার্যক্রম শুরু করেন ইকবাল মোর্শেদ। প্রথমে তিনি অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের কার্যালয়ে যান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ হুসেন (বাবুল) এবং মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমোহম্মদকে জিজ্ঞাসাবাদ করেন। 

পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মংশিনু মারমার সঙ্গে কথা বলে ধারাবাহিকভাবে আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেন। 

এ সময় তদন্ত কর্মকর্তা মো. ইকবাল মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলমান রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা যাবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বলেন, ‘তদন্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি অনুরোধ করেছি শান্তি শৃঙ্খলার স্বার্থে অভিযুক্ত পেয়ার মোহাম্মদকে যত দ্রুত সম্ভব বাঘাইছড়ি থেকে সরিয়ে নেওয়ার জন্য। কারণ বাঘাইছড়িবাসী তাঁর অনিয়ম দুর্নীতিতে বিরক্ত ও সংক্ষুব্ধ।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ