হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কৃষ্ণণারামপুর এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রিয়ন্তা ভাস্কর (১১) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। 

রোববার সকালে ইসলামিয়া সড়কের সুইপার কলোনির পার্শ্ববর্তী বন বিভাগের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত প্রিয়ন্তা ভাস্কর ওই কলোনির রঞ্জিত ভাস্করের মেয়ে। সে হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিভাগের পুকুরের মধ্যে প্রিয়ন্তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কলোনির লোকজন। দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনেরা জানান, চলতি বছর পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল প্রিয়ন্তা। সকালে ঘর থেকে কাপড় নিয়ে ধোয়ার জন্য বন বিভাগের পুকুরে যায় সে। ঘাটে পা পিছলে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। 

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি