হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

মনির চৌধুরী। সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলায় হারুনুর রশিদ মনির চৌধুরী (১৯) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার উত্তর ডিককূল এলাকায় অবস্থিত হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বিপরীত পাশে একটি ভাড়া বাসায় লাশটি পাওয়া যায়।

মনির উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে। সে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল হক নামে আরেক ছাত্রের সঙ্গে কলেজের বিপরীত পাশে একটি বাসায় ভাড়া থাকত মনির। জানা গেছে, দুপুরে রান্নার জন্য মনির কাঁচাবাজার করতে বের হলে শরীর খারাপ লাগায় বাসায় ফিরে আসে এবং বাজার আনার জন্য মাহমুদুল হককে পাঠায়। বাজার শেষে মাহমুদুল হক বাসায় ফিরে মনিরের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাহমুদুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজিজুর রহমান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মনিরের জ্যাঠাতো ভাই আরফাত চৌধুরী বলেছেন, ‘আমার ছোট ভাই মনিরকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। আমরা এই খুনের বিচার চাই।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ