হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের সম্পদ ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জিয়াউল হক সুমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক বলেন, জিয়াউল হক সুমনের প্রায় ১১ কোটি ৫১ লাখ টাকা ক্রোকের আদেশ দিয়েছেন।

দুদকের উপসহকারী পরিচালক আপেল মাহমুদের করা আবেদনে বলা হয়, জিয়াউল হক সুমন অসৎ উপায়ে, জাল দলিল এবং ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের উৎস সম্পর্কে তিনি কোনো বৈধ প্রমাণ দিতে পারেননি। ফলে রাষ্ট্রের অর্থ লোপাট ও দুর্নীতির অভিযোগে তাঁর সম্পদ ক্রোকের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।

আবেদনে বলা হয়, সুমনের নামে হালিশহর এলাকায় ৩৪ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পদ, দক্ষিণ হালিশহরে ১২ লাখ ৫১ হাজার, মধ্য হালিশহরে ২৯ লাখ ৯০ হাজার, দক্ষিণ পতেঙ্গায় ১৭ লাখ ৫১ হাজার, একই এলাকায় আরও ১৭ লাখ ১৬ হাজার, কক্সবাজার জেলা সদরে ৬৪ লাখ ১৩ হাজারসহ চট্টগ্রামে মোট ২০ জায়গায় ৯ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।

শুধু সুমনের নামে নয়, স্ত্রী শাহানাজ আক্তারের নামেও কিনেছেন বিপুল সম্পদ। স্ত্রীর নামে পতেঙ্গা ও হালিশহরে আরও ১ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জমিই নয়, ব্যাংকেও রয়েছে মোটা অঙ্কের টাকা। অগ্রণী, বেসিক, জনতা ও রূপালী ব্যাংকের চারটি হিসাবে তাঁর জমা রয়েছে ৪৮ লাখ ৯৪৫ টাকা। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এসব সম্পদ তিনি সরকারি পদ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে, অসৎ উপায়ে অর্জন করেছেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে