রাঙামাটি: রাঙামাটির দেপ্পোছড়িতে ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫’শ ফুট নীচে গভীর খাদে পড়ে যায়। এ সময় পিকআপ চালক নিহত হন। দুর্ঘটনায় আরো দুইজন গুরুতরভাবে আহত হন।
আজ সোমবার সকাল ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সবুজ হোসেনের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।
আহতরা হলেন, হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুত্বর আহত হয়েছে। পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এবং রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙামাটিতে আসার সময় ঘুমন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে রাঙামাটি আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর বলেন, চালক সবুজ হোসেন হাসপাতালে আনার আগে মারা গেছেন। বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।