হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির ৩ শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে সিএনজি চালক ও স্থানীয়দের বিরুদ্ধে। আজ সোমবার বিকেল পৌনে ছয়টার বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা মূল ফটকে তালা দেয়। সর্বশেষ রাত সোয়া আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল ফটকে তালা খোলা হয়নি। 

মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন, অর্থনীতি বিভাগের ফয়সাল হক, গণিত বিভাগের রাউফুন প্রামাণিক ও ফজলে রাব্বী। এদের মধ্যে রাউফুন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপ ও ফয়সাল সিএফসি গ্রুপের কর্মী। 

মারধরের শিকার তিন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেলক্রসিং থেকে জিরো পয়েন্টে আসার জন্য সিএনজিতে উঠতে চাইলে চালক পাঁচ টাকার ভাড়া বিশ টাকা দাবি করে। পরে আমরা তার সিএনজিতে না উঠে আরেক সিএনজিতে উঠতে যাই। তখন আমাদের সিএনজিতে নিতে আগের চালককে নিষেধ করে সে। আমরা এর প্রতিবাদ করলে সব সিএনজি চালক ও স্থানীয়রা একত্রে আমাদের মারধর শুরু করে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিক সমিতিকে আসতে বলেছি। তারা আসলে মীমাংসা করা হবে।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ