ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে সিএনজি চালক ও স্থানীয়দের বিরুদ্ধে। আজ সোমবার বিকেল পৌনে ছয়টার বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
পরে এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা মূল ফটকে তালা দেয়। সর্বশেষ রাত সোয়া আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল ফটকে তালা খোলা হয়নি।
মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন, অর্থনীতি বিভাগের ফয়সাল হক, গণিত বিভাগের রাউফুন প্রামাণিক ও ফজলে রাব্বী। এদের মধ্যে রাউফুন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপ ও ফয়সাল সিএফসি গ্রুপের কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিক সমিতিকে আসতে বলেছি। তারা আসলে মীমাংসা করা হবে।’