হোম > সারা দেশ > চাঁদপুর

‘লঞ্চের আসনে বসা নিয়ে’ দ্বন্দ্ব: চাঁদপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লঞ্চের আসনে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের বরিশাল হোটেলের মোড়ে সুমন গাজীকে (৩৩) ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপর সুমন গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত সুমন গাজী চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের স্বপন গাজীর ছেলে। পেশায় একজন ফার্নিচারের রং মিস্ত্রি। 

আটকরা হলেন—মতলব চেঙ্গারচর পৌরসভা এলাকার বাসিন্দা একেএম সাহাবুদ্দিনের ছেলে বাবু আহমেদ প্রকাশ সুমন (২২), চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর হাসান আলীর ছেলে সবুজ প্রধানিয়া (২৩), একই এলাকার খোকন মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২৩), শহরের ট্রাক রোড এলাকার নাছির উদ্দিন মাঝির ছেলে সাজ্জাদ হোসেন আপন (২২) ও রহমতপুর আবাসিক এলাকার বিল্লাল খানের ছেলে সবুজ খান (২১)।

নিহত সুমনের ভাই বড় ভাই শরীফ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই রাতে এমভি সোনারতরী-৩ লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চের মধ্যে বাবু নামে এক যাত্রীর সঙ্গে লঞ্চের আসনে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। লঞ্চে থাকা অবস্থায় সহযোগীদের ফোন করে ঘাটে ডেকে আনে বাবু। আমার ভাই লঞ্চ থেকে নামলে তাঁরা ৭-৮ জন দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ