হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় জমি ও বসতভিটাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মোহাম্মদ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। 

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, পৈতৃকভাবে পাওয়া বসতভিটা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর বড় ভাই মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিরোধ চলছিল। তাঁর স্বামী মোহাম্মদ হোসেন স্থানীয়ভাবে সালিসে সমাধান না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছিলেন। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে দোকানে এসে ইউনুস ও তাঁর ছেলে ওসমানসহ ৮-১০ জন দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাঁর স্বামীকে হত্যা করে। তাঁর ছেলে মো. দেলোয়ারের অবস্থাও আশঙ্কাজনক। 

বড় ভাই মোহাম্মদ ইউনুস ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিস চলমান ছিল। মূলত ওই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন মোহাম্মদ হোসেন। এতে এক পক্ষের মো. দেলোয়ার ও প্রতিপক্ষেরে ওসমান আহত হন। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ভাই মোহাম্মদ হোসেন নিহত হন। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ