হোম > সারা দেশ > কুমিল্লা

১৫ বছর পর দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

১৫ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কমিটির অনুমোদন দেন। এক মাসের মধ্যে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

তিন বছর মেয়াদি এ কমিটির সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায়ের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সহসভাপতি পদে শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন ও আলম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ পদে সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সোহরাব হোসেন সোহাগ ও মো. দেলোয়ার হোসেনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। 

এদিকে নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাঁরা বলেন, নতুন কমিটিতে যোগ্য ও দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। করোনাকালীন সময়ে সাদ্দাম হোসেনের নেতৃত্বে উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নানা মানবিক কাজ করেছিল। 

 ২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ বছর পার হলেও নানা প্রতিকূলতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল