হোম > সারা দেশ > ফেনী

ফেনী সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ভারতের বিএসএফ অবৈধভাবে দেশটিতে অবস্থান করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরে মামলা দেওয়া হলে ভারতের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) ও দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)। বাংলাদেশিদের সহায়তা করায় এক ভারতীয় নাগরিককেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 

বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে। তাঁদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, ‘তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল