হোম > সারা দেশ > ফেনী

প্রবাসী স্বামীর লাশ দেখেই স্ত্রীর মৃত্যু, হাসপাতালে ছেলে

ফেনী প্রতিনিধি

বাড়ির উঠানে প্রবাসী স্বামীর লাশ দেখে পাঁচ মিনিটের মধ্যে স্ত্রী স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনেরা বাবার লাশের দাফন সম্পন্ন করেন। ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে সম্পন্ন করা হয় মায়ের দাফন।

গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্ট্রোক করে মারা যান। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টায় লাশ চর কালীদাস গ্রামের বাড়িতে আনা হয়। স্বামীর লাশ বাড়িতে পৌঁছার পর তা দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই স্ট্রোক করে মারা যান স্ত্রী। মায়ের মৃত্যুর পর স্ট্রোক করেন তাঁদের বড় ছেলে আজাহার (১৮)।

স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

চেয়ারম্যান জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।

স্থানীয় লোকজন জানান, ১৪ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান জামাল উদ্দিন। এরই মধ্যে তিন-চারবার ছুটিতে বাড়িতে এসে ঘুরে যান। তাঁর স্ত্রী খোদেজা বেগম বড় ছেলে আজাহার ও ছোট ছেলে হৃদয়কে (১৪) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। আজহার এবার ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ও পাশাপাশি ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র। ছোট ছেলে হৃদয় স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে।

এদিকে আজ বুধবার বেলা ১১টায় একই কবরস্থানে স্বামীর কবরের পাশে স্ত্রী খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়। এ সময় স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক