হোম > সারা দেশ > নোয়াখালী

শিশুকে কুপিয়ে জখম, আসামিদের গ্রেপ্তারের দাবি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ৫ শিশুকে কুপিয়ে জখমের অভিযোগে করা মামলার আসামি রুপাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তিনি সাবেক ইউপি সদস্য। আজ মঙ্গলবার উপজেলার চরজব্বর থানা মোড়ের মুক্তিযোদ্ধা চত্বরে সবুজ বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার জমি বিরোধের জেরে রুপা উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাঈদ বিন আশরাফ (১০), সাদ বিন আশরাফ (৫), ফজলে এলাহী রনির মেয়ে লুবাবা খানম জেমি (৭), জহিরুল ইসলামের মেয়ে জেবিন (৯) জাহিনকে (৫) কুপিয়ে আহত করেন। পরে এই শিশুদের চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রুপা, তাঁর স্বামী নজরুল এবং পশ্চিম চরবাটা গ্রামের আলাউদ্দিন হেলুসহ ৩ জনকে আসামি করে গত রোববার চরজব্বর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলা দুই দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত রুপাসহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ নিয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, ‘এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল