হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রেসক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়। 

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার দিকে কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্বলন করতে শিক্ষার্থীরা শহরের বড় বাজার থেকে প্রেসক্লাবের সামনে আসতে চান। এ সময় খাজা আহম্মদ সড়কের মুখে আসলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখানে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমানের সঙ্গে জেরা করেন তারা। 

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে আসলে তার কাছেও প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি পালনের সুযোগ দিতে অনুরোধ জানান শিক্ষার্থীরা। একপর্যায়ে বাধার মুখে কর্মসূচি পালন না করেই ফিরে যান তারা। 

এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমাদের বাধা দেবেন না, প্লিজ। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা সকলের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের (পুলিশের) সন্তানদের অধিকার নিয়েও কথা বলছি। আমাদের আটকালে পুরো দেশ থমকে যাবে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থী প্রেসক্লাবের পাশে মোমবাতি জ্বালিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। হঠাৎ বৃষ্টি নামলে ওরা নিজেরাই স্থান ছেড়ে চলে যায়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের