হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার দুপুরে ফেনীর সদর উপজেলায় ও সকালে ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধুপুর সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শারমিন (৩০) নামের এক গৃহবধূ নিহত হন। দুর্ঘটনায় আহত হন তাঁর স্বামী বেলাল হোসেন। 

বেলাল হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট পৌরসভার গোত্রশাল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

বেলাল জানান, তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রামের বারইয়ার হাট বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধুপুর রাস্তার মাথায় এলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি ও তাঁর স্ত্রী ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। 

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে পালিয়ে যাওয়া মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ হাসান ইমাম বলেন, সকালে ছাগলনাইয়া বল্লোবপুর রাস্তার ওপর সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোচালক নুর ইসলাম (৫৫) নিহত হন। নুর ইসলাম ছাগলনাইয়ার থানার মাস্টার বাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গের রয়েছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য