কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ ধাপে ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত পত্রে প্রার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীরা হলেন—বরইতলী ইউপিতে এ টি এম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, সুরাজপুর-মানিকপুরে বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম, বমুবিলছড়িতে মনজুরুল কাদের, ডুলাহাজারায় মো. শাহনেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালীতে হেলাল উদ্দিন হেলালী, হারবাং ইউপিতে মেহরাজ উদ্দিন, খুটাখালীতে মোহাম্মদ বেলাল ও চিরিংগায় শাহ নেওয়াজ।
জানা যায়, এক ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী সদ্য বিদায়ী চেয়ারম্যান আবার দলটির মনোনয়ন পেয়েছেন। বাকি সাতটিতে এসেছে নতুন মুখ। তাঁদের মধ্যে একজন আগেও নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাঁরা সবাই নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিমুল হক আজিম বলেন, `দল আমাকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দিয়েছে। এ জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি বিপুল ভোটের ব্যবধানে এবারও নৌকার বিজয় হবে।'