কুমিল্লায় যুবদলের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে হইহুল্লোড় শুরু করেন। এ সময় পুলিশ ২২ জনকে আটক করে।
বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় যুবদলের কুমিল্লা বিভাগীয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘যুবদলের শান্তিপূর্ণ ইফতার মাহফিল টাউন হলের হলরুমে চলছিল। সেখান থেকে পুলিশ ২২ জনকে আটক করেছে। আরও আটক হতে পারে। ইফতারের কয়েক মিনিট বাকি থাকতে এমন আটকের ঘটনা আমার রাজনীতি জীবনে দেখিনি। এ ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’