হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর চারটি হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালী জেনারেল হাসপাতাল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্নারের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া এনসিডি কর্নারের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) বাস্তবায়নে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে একটি এনসিডি ট্রেনিং সেন্টারের (আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিডি কর্নার ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তর এনসিডিসি লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। এ সময় তিনি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. ফজলে এলাহী খাঁন, প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. শহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-৩ ডা. রফিকুল সালেহিন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মিলন, নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। 

ডা. ফজলে এলাহী খাঁন জানান, এনসিডি কর্নার থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগীরা প্রথমে বিনা মূল্যে এক মাসের জন্য সকল ওষুধ পাবেন। পরবর্তীতে এ ওষুধ শেষ হলে চিকিৎসকের পরামর্শমতে পর্যায়ক্রমে সুস্থ হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ওষুধ সরবরাহ পাবেন এসব রোগীরা। এ ছাড়াও ডায়াবেটিস রোগীরা ফলোআপ বই ও পরীক্ষার ব্যবস্থা পাবে। কর্নারগুলোতে সব সময় হাঁপানি রোগীদের জন্য ওষুধের ব্যবস্থাও রয়েছে। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা