হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়া যুবদল নেতা বহিষ্কার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেওয়ার সময় তোপের মুখে যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। জাতীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামের ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। ওই ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভোরে অন্যদের সঙ্গে তিনি জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁকে ধরার পর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগের কর্মীকে আটক করে।

তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু। এর আগে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন যুবদলের এই নেতা। একই ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ