হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়া যুবদল নেতা বহিষ্কার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেওয়ার সময় তোপের মুখে যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। জাতীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামের ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। ওই ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভোরে অন্যদের সঙ্গে তিনি জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁকে ধরার পর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগের কর্মীকে আটক করে।

তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু। এর আগে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন যুবদলের এই নেতা। একই ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার