হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়া যুবদল নেতা বহিষ্কার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেওয়ার সময় তোপের মুখে যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। জাতীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামের ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। ওই ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভোরে অন্যদের সঙ্গে তিনি জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁকে ধরার পর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগের কর্মীকে আটক করে।

তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু। এর আগে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন যুবদলের এই নেতা। একই ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের