বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। কুমিল্লার মেঘনায় আজ বৃহস্পতিবার বিকেলে দোয়ার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি এর আয়োজন করে।
উপজেলা বিএনির যুগ্ম আহবায়ক অদুদ মুন্সির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, মো. শাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলামসহ অনেকে।