হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নির্বাচন বিধি লঙ্ঘন করে জিলাপি বিতরণ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জিলাপি বিতরণ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাচন বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানকে (টেলিফোন) ১০ হাজার (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। 

এলাকা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম ঘটিয়ে লোকজনের মাঝে জিলাপি বিতরণ করেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ওই চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, ‘নির্বাচনী বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ এবং নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন। 

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী