হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 

নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার। গতকাল বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তিনি। এ অবস্থায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই হাসপাতাল দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে রোগীদের হয়রানিসহ চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সিভিল সার্জন আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে এটি সিলগালা করা হয়েছে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল