হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাস-সংকটে চট্টগ্রামে সার কারখানার উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে আবার রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। ১৮ জানুয়ারি রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল কারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগ পর্যন্ত সিইউএফএল থেকে প্রতিদিন ১২ শ টন ইউরিয়া সার উৎপাদন করা হতো।’ গ্যাসের সংকট স্বাভাবিক হলেই আবার কারখানা চালু হবে বলে জানান তিনি। 

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে একবার গ্যাস-সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। ১৮ জানুয়ারি রাত থেকেই আবার কারখানাটি বন্ধ হয়ে যায়। 

সূত্র জানায়, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করে। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত