হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাস-সংকটে চট্টগ্রামে সার কারখানার উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে আবার রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। ১৮ জানুয়ারি রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল কারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগ পর্যন্ত সিইউএফএল থেকে প্রতিদিন ১২ শ টন ইউরিয়া সার উৎপাদন করা হতো।’ গ্যাসের সংকট স্বাভাবিক হলেই আবার কারখানা চালু হবে বলে জানান তিনি। 

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে একবার গ্যাস-সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। ১৮ জানুয়ারি রাত থেকেই আবার কারখানাটি বন্ধ হয়ে যায়। 

সূত্র জানায়, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করে। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে