হোম > সারা দেশ > কুমিল্লা

পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুর রউফ মারা গেছেন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ (৭৪) মারা গেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত ১১টার দিকে সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় তাঁর গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে আজিমপুর গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে।

সাবেক আইজিপি আব্দুর রউফ ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাশেম খান, শিল্পপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খানসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু