হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সাপের কামড়ে গর্ভের সন্তানসহ নারীর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাপের কামড়ে গর্ভে থাকা ৯ মাসের সন্তানসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত নারীর নাম আয়েশা বেগম (২৫)। তিনি ওই গ্রামের হেদের বাড়ির কাঞ্চন হোসেনের স্ত্রী। তাঁদের সংসারে আরাফাত নামে পাঁচ বছরের এক ছেলে রয়েছে।

নিহত আয়েশার স্বামী কাঞ্চন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে স্ত্রীসহ তিনি ঘরে ঘুমিয়েছিলেন। আসরের নামাজের সময় ঘুম ভাঙলে বিছানা থেকে নামতেই খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে আয়েশার পা পড়ে। এতে সঙ্গে সঙ্গেই সাপটি তাঁকে কামড় দেয়। পরে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে চাঁদপুর জেনারেলের হাসপাতালে হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেনারেলের হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষধর সাপের কাপড়ে অন্তঃসত্ত্বা ওই নারী মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তাঁর গর্ভে থাকা বাচ্চাটিও মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী