হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো. জালাল (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ মামলার রায় দেন।

২০১৫ সালের ১৯ মার্চ নগরের চান্দগাঁও থানাধীন শহীদ কলোনি এলাকার ভাড়া বাসায় ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে তাঁর মরদেহ ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায় আসামি জালাল। পেশায় পোশাকশ্রমিক জালাল তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী তরুণীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন।

জালাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার মো. সিদ্দিকের ছেলে। অন্যদিকে নিহত তরুণী কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নজির আহম্মদের মেয়ে।

ট্রাইব্যুনালের কৌঁসুলি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জালাল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, একই এলাকায় পূর্ব পরিচিত হওয়ায় পরিবারের মাধ্যমে জালালের মাধ্যমে ২০১৫ সালের ২ মার্চ চট্টগ্রাম শহরে আসেন ওই তরুণী। তাঁকে জালালের ভাড়া বাসায় রাখা হয়। পরে তরুণীকে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দেয় জালাল।

ওই বছরের ১৯ মার্চ জালালের স্ত্রী ঘরে না থাকার সুযোগে বাক্‌প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে তাঁর লাশ বাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁর বাবাকে ফোনে জানায় জালাল। ঘটনার দুদিন পর ২১ মার্চ নগরের চান্দগাঁও থানায় জালালকে আসামি করে মামলা দায়ের করেন ওই তরুণীর বাবা।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ