হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো. জালাল (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ মামলার রায় দেন।

২০১৫ সালের ১৯ মার্চ নগরের চান্দগাঁও থানাধীন শহীদ কলোনি এলাকার ভাড়া বাসায় ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে তাঁর মরদেহ ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায় আসামি জালাল। পেশায় পোশাকশ্রমিক জালাল তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী তরুণীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন।

জালাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার মো. সিদ্দিকের ছেলে। অন্যদিকে নিহত তরুণী কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নজির আহম্মদের মেয়ে।

ট্রাইব্যুনালের কৌঁসুলি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জালাল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, একই এলাকায় পূর্ব পরিচিত হওয়ায় পরিবারের মাধ্যমে জালালের মাধ্যমে ২০১৫ সালের ২ মার্চ চট্টগ্রাম শহরে আসেন ওই তরুণী। তাঁকে জালালের ভাড়া বাসায় রাখা হয়। পরে তরুণীকে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দেয় জালাল।

ওই বছরের ১৯ মার্চ জালালের স্ত্রী ঘরে না থাকার সুযোগে বাক্‌প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে তাঁর লাশ বাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁর বাবাকে ফোনে জানায় জালাল। ঘটনার দুদিন পর ২১ মার্চ নগরের চান্দগাঁও থানায় জালালকে আসামি করে মামলা দায়ের করেন ওই তরুণীর বাবা।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট