হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রঘোনা-রাইখালী নৌরুট: ৫ দিন পর আবার চালু হলো ফেরি

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

৫ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। ছবি: আজকের পত্রিকা

পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। আজ রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

সবুজ চাকমা বলেন, নাব্যসংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী ও কর্মীরা প্রয়োজনীয় ড্রেজিং ও ফেরির সংযোগ সড়ক সংস্কারকাজ শেষ করেছেন। ফলে আজ রোববার ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।

সওজ রাঙামাটির উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যসংকটের কারণে ভাটার সময় ফেরি ও পন্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজের জন্য বিগত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

আজ সকাল সাড়ে ৬টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় ফেরির কর্মচারী মো. আরমান ও ফেরির চালক সিরাজের সঙ্গে। তাঁরা বলেন, ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ার পর আজ ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

এ সময় ফেরিঘাটে কথা হয় ট্রাকচালক মো. নাছির, মোটরসাইকেল আরোহী সোহেল চাকমা এবং সিএনজি অটোচালক আবদুল মোনাফ ও মো. আলমগীর হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, আজ ভোর ৬টা থেকে ফেরি চলাচল করছে। এতে আমাদের ভোগান্তি কমেছে। 

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীর এই রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে