হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

টিকার দুই ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না করোনা রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতে করোনা রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ প্রত্যাহার করে নেয় গত সোমবার থেকে আর গতকাল বুধবার করে নেয় ভারতের ত্রিপুরা। এর ফলে বুধবার থেকে এই চেকপোস্ট দিয়ে চলাচলকারী যাত্রীদের আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। 

তবে তাদের করোনার দুই ডোজ টিকার সনদ থাকতে হবে। যাদের দুই ডোজ টিকার সনদ নেই তাদের জন্য আরটি-পিসিআর রিপোর্ট প্রযোজ্য হবে। আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে নির্দেশনা জারি করে। যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরার পরিবার কল্যাণ অধিদপ্তর এবং ত্রিপুরা সরকারের নির্দেশনায় গতকাল বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। 

ইমিগ্রেশন কর্মকর্তা জানান, এখন প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন শ যাত্রী চলাচল করছেন। গত দুই দিন ভারত থেকে আগত যাত্রীদের শুধু করোনার দুই ডোজ টিকার সনদ দেখা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতে যাতায়াতে দুই ডোজ টিকা সনদ থাকলেই চলবে। তবে টিকার এক ডোজ নেওয়া থাকলে আরটি-পিসিআর সার্টিফিকেট লাগবে। 

তবে খুব শিগগিরই দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণ ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ। 

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লী–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা