হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিউইয়র্কে শাহানা হানিফের জয়ে জন্মস্থান ফটিকছড়িতে উল্লাস

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলমান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তাঁর জয়ে নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করছেন। আজ বুধবার এলাকায় খবর আসার সঙ্গে সঙ্গে উপজেলার সুধী সমাজসহ সর্বস্তরের লোকের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 

ওই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন তা অত্যন্ত আনন্দের। এ জন্য আমি আনন্দিত এবং গর্বিত। আমি শাহানার সফলতা কামনা করি।’ 

উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বের কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন, বাঙালি ইচ্ছা করলে সব পারে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’ 

নাজিরহাট বাজারের ব্যবসায়ী শ্রী সম্ভু কুমার শীল বলেন, ‘শাহানা আমাদের জন্য গর্বের কারণ। এতে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন ও স্যালুট জানাই।’ 

পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, শাহানা যা করেছে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। সারা বিশ্বে এখন দেশের সুনাম ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তাঁরা। 

এ ছাড়াও গ্রামরে দলমত-নির্বিশেষে সকলে শাহানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

ফটিকছড়ি উপজেলার সন্তান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফ ও রেহেনা হাফিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ। শাহানারা তিন বোন। উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের মুনসুর গোমস্তার বাড়িতে তাঁর গ্রাম। প্রতি বছরের বিশেষ বিশেষ দিনে তিনি গ্রামের বাড়িতে আসেন।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত