হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিউইয়র্কে শাহানা হানিফের জয়ে জন্মস্থান ফটিকছড়িতে উল্লাস

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলমান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তাঁর জয়ে নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করছেন। আজ বুধবার এলাকায় খবর আসার সঙ্গে সঙ্গে উপজেলার সুধী সমাজসহ সর্বস্তরের লোকের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 

ওই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন তা অত্যন্ত আনন্দের। এ জন্য আমি আনন্দিত এবং গর্বিত। আমি শাহানার সফলতা কামনা করি।’ 

উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বের কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন, বাঙালি ইচ্ছা করলে সব পারে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’ 

নাজিরহাট বাজারের ব্যবসায়ী শ্রী সম্ভু কুমার শীল বলেন, ‘শাহানা আমাদের জন্য গর্বের কারণ। এতে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন ও স্যালুট জানাই।’ 

পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, শাহানা যা করেছে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। সারা বিশ্বে এখন দেশের সুনাম ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তাঁরা। 

এ ছাড়াও গ্রামরে দলমত-নির্বিশেষে সকলে শাহানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

ফটিকছড়ি উপজেলার সন্তান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফ ও রেহেনা হাফিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ। শাহানারা তিন বোন। উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের মুনসুর গোমস্তার বাড়িতে তাঁর গ্রাম। প্রতি বছরের বিশেষ বিশেষ দিনে তিনি গ্রামের বাড়িতে আসেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে