নিম্নমানের চাল আসায় ভারতীয় এমভি ড্রাগন জাহাজটিকে বহির্নোঙরে ফেরত পাঠানো হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জাহাজটি বহির্নোঙরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর।
এ বিষয়ে খাদ্য বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের কারিগরি টিমের প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য নিয়ন্ত্রক আরও বলেন, এমভি ড্রাগন জাহাজটি ভারত থেকে সরকারের ১৯ হাজার ২০০ টন সিদ্ধ চাল নিয়ে গত ২২ জুলাই চট্টগ্রাম বন্দরে আসে। চলতি মাসের চাল খালাস প্রক্রিয়া শুরু করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত এ জাহাজ থেকে ৩ হাজার ৩০০ খালাস করা হয়। কিন্তু খাদ্য বিভাগ নিম্নমানের চাল আসার বিষয়টি নিশ্চিত হয়ে চাল খালাস বন্ধ করে দেয়। বর্তমানে জাহাজটিতে ১৫ হাজার ৯০০ টন চাল রয়েছে।