হোম > সারা দেশ > কুমিল্লা

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি  

সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়ে অবরোধ তুলে নেন।

সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ ইত্যাদি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির