হোম > সারা দেশ > ফেনী

দাগনভূঞায় সালিসে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় জমিজমা সংক্রান্ত সালিস-বৈঠকে দু-পক্ষের সংঘর্ষে ফারুক নামের একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের মা-বাবা ভাই-বোনসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার জায়লষ্কর ইউনিয়নের খুশিপুরের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ফারুক পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক এবং তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির জমি বণ্টন নিয়ে ওই বাড়ির ছয়জন শরিকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করতে শনিবার সালিস-বৈঠক বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাবউদ্দিনের নেতৃত্বে তাঁর চাচা হাকিম আলীকে কিল ঘুষি মারেন। তখন বাবাকে রক্ষায় ছেলে শাহজালাল ফারুক ও তাঁর স্বজনেরা এগিয়ে গেলে তাঁদেরকেও পিটিয়ে আহত করেন। পরে গুরুতর আহতাবস্থায় ফারুককে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় জড়িত দুই নারীকে পুলিশ আটক কারা হয়। কিন্তু মূল অভিযুক্ত শাহাবুদ্দিন, তাঁর শ্যালক সেলিম এবং ভগ্নীপতি মিন্টু ও মানিক ঘটনার পরপরই পালিয়ে যান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, জমিজমা সংক্রান্ত সালিস-বৈঠকে দু-পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত