চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে ৮ নম্বর ইয়ার্ডে একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় বন্দর।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
বন্দর সূত্রে জানা যায়, আগুন লাগা কনটেইনারে সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিল। যা মাছের খাবারের জন্য ব্যবহার হয়। আগুনে কনটেইনারে থাকা সোডিয়াম পার কার্বনেট টেবলেটগুলো পুড়ে গেছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদের দুইটি স্টেশনের ৪ ইউনিট ঘটনা স্থলে পৌঁছে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, কনটেইনারে সোডিয়াম পার কার্বনেট টেবলেটগুলো দাহ্য পদার্থ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না পৌঁছালে আরও বড় বিপদ হতে পারত। আগুন বাইরে ছড়িয়ে পড়ার আগেই আমরা তা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।