হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে ১০ মামলা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিনব্যাপী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ সময় সরকারঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্য করায় ১০ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা বলেন, `সরকারের নির্দেশনাগুলো বলবৎ রাখার জন্যই আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। যাঁরা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন এবং সরকারি নির্দেশনা অমান্য করে জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন তাঁদের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়েছি। মূলত জরিমানা করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।'

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, `আজকে যেসব জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে তেমন দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ ছিল। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ মেনে চলছে।'

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল