হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ঈদে বাড়ি ফিরে নিখোঁজ কিশোর, পরদিন পুকুরে ভেসে উঠল গলাকাটা লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদের ছুটিতে বাড়ি এসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয় জাহিদুল ইসলাম নামে এক কিশোর। তাকে নৃশংসভাবে গলা কেটে জবাই করা হয়। বুক, পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয় এবং দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেয় তারা।

আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে খবর পেয়ে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে জাহিদুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের অটোরিকশাচালক এলাছ মিয়ার ছেলে।

ওসি এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুল ইসলামের (১৬) বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশার চালক। তাঁর চার ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে এরই মধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসে সে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘নিহত জাহিদুলের গলা কেটে জবাই করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির