হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৪ সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিবিদ্ধ চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার রাতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের হাসপাতালে ভর্তি করে।

আহত বিজিপি সদস্যরা হলেন ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে (ওএসইসি) কর্মরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। আহত ব্যক্তিরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি সদস্যদের পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘সীমান্তের ওপারে সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্য আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একান্ত মানবিক কারণে এই চারজনকে কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি