হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৪ সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিবিদ্ধ চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার রাতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের হাসপাতালে ভর্তি করে।

আহত বিজিপি সদস্যরা হলেন ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে (ওএসইসি) কর্মরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। আহত ব্যক্তিরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি সদস্যদের পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘সীমান্তের ওপারে সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্য আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একান্ত মানবিক কারণে এই চারজনকে কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫