হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাজী মো. শফিউল আলম (৭৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

বৃদ্ধ নিখোঁজের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখে। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’ 

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হোন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। 

শফিউলের ভাতিজা মো. সাইফুল ও শরীফুল বলেন, ‘গতকাল রোববার সাড়ে ১২টার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন। বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি বলেন ‘সাঁতার কাটতে ইচ্ছে করছে’। আমরা সবাই সাঁতার কেটে সামনে যেতে দেখেছি। পরে আর পুকুরে দেখতে পাইনি।’ 

সাইফুল ও শরীফুল বলেন, ‘আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিই। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। বাড়ির সবাই সারা রাত পুকুরঘাটে পাহারা দিই। শেষ পর্যন্ত ভোর সাড়ে ৫টার দিকে চাচার লাশ ভেসে ওঠে।’ 

শফিউলের মেয়ে আমেনা, রাশেদা ও কুসুম আকতার বলেন, ‘আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না। ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন। পুকুরে কেন নামলেন বুঝতেছি না। আমরা এতিম হয়ে গেলাম।’ তাঁরা আরও বলেন, ‘আমরা বড়ই হতভাগা। পাঁচ বছর আগে প্রবাসে এক ভাই দুর্ঘটনায় মারা যান। ১৫ বছর আগে মা আমাদের ছেড়ে চলে যান। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। 

আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে শফিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত