হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর কয়েক গ্রাম প্লাবিত

প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বেড়ে যাওয়ায় এসব এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।

বুধবার (২৬ মে) দুপুর ১টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়াসের প্রভাব ও পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে আজকে জোয়ার বেশি হচ্ছে। বাঁশখালী উপজেলার কিছু কিছু এলাকায় পুরাতন বাঁধ আছে। এই বাঁধ উপচে তিন ইউনিয়নের কিছু কিছু লোকালয়ে পানি প্রবেশ করছে।

ভাটা শুরু হলে পানি আবার চলে যাবে জানিয়ে তিনি আরও বলেন, জোয়ারের কারণে কিছু পানি প্রবেশ করলেও লোকজনকে সরিয়ে নেওয়ার মতো পরিবেশ এখনো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কিছু কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ডকে সেগুলো মেরামত করতে জরুরিভাবে বলা হয়েছে। আর বাঁধ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছেই।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা প্রশাসনকে উপকূলের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য