হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর কয়েক গ্রাম প্লাবিত

প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বেড়ে যাওয়ায় এসব এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।

বুধবার (২৬ মে) দুপুর ১টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়াসের প্রভাব ও পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে আজকে জোয়ার বেশি হচ্ছে। বাঁশখালী উপজেলার কিছু কিছু এলাকায় পুরাতন বাঁধ আছে। এই বাঁধ উপচে তিন ইউনিয়নের কিছু কিছু লোকালয়ে পানি প্রবেশ করছে।

ভাটা শুরু হলে পানি আবার চলে যাবে জানিয়ে তিনি আরও বলেন, জোয়ারের কারণে কিছু পানি প্রবেশ করলেও লোকজনকে সরিয়ে নেওয়ার মতো পরিবেশ এখনো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কিছু কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ডকে সেগুলো মেরামত করতে জরুরিভাবে বলা হয়েছে। আর বাঁধ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছেই।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা প্রশাসনকে উপকূলের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল