হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. আবদুর রব (৬৭) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তাঁর মৃত্যু নিয়ে রহস্য থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত আবদুর রব চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজর আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে গতকাল বুধবার রাতে আবদুর রবের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে খাবার শেষে যে যাঁর মতো ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘরের পাশে একটি গাছে রশি দিয়ে গলা প্যাঁচানো অবস্থায় আবদুর রবের মৃতদেহ দেখতে পান। কিন্তু তাঁর পা মাটির সঙ্গে লাগানো ছিল। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী