হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. আবদুর রব (৬৭) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তাঁর মৃত্যু নিয়ে রহস্য থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত আবদুর রব চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজর আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে গতকাল বুধবার রাতে আবদুর রবের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে খাবার শেষে যে যাঁর মতো ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘরের পাশে একটি গাছে রশি দিয়ে গলা প্যাঁচানো অবস্থায় আবদুর রবের মৃতদেহ দেখতে পান। কিন্তু তাঁর পা মাটির সঙ্গে লাগানো ছিল। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির