হোম > সারা দেশ > চট্টগ্রাম

বায়েজিদে গোলাগুলি, গুলিবিদ্ধ অবস্থায় আটক ১

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।

গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ